মেটলাইফ ইন এশিয়া

Note

This page is not available in the selected language.

এশিয়ায় আমাদের গল্প

মেটলাইফ ইন এশিয়া

এশিয়ায় মেটলাইফ

নিউইয়র্ক সিটিতে মেটলাইফের সদর দফতর হলেও এশিয়ায় ব্যবসা পরিচালনা করে হংকংয়ে অবস্থিত আঞ্চলিক সদর দফতরের মাধ্যমে।

১৯৫২ সালে এশিয়াতে মেটলাইফের গল্পের সূত্রপাত আমরা খুঁজে পাই বাংলাদেশে। আর্থিক দৃঢ়তা ও পরিচালনায় সক্ষমতা প্রমাণ করে মেটলাইফ এশিয়া অঞ্চলে আধুনিক ও অভিনব উপায়ে নিজের অবস্থান তুলে ধরেছে। যা আরও বিস্তৃত হয়েছে বিভিন্ন জোট তৈরি ও অন্য ব্যবসা অধিগ্রহণের মাধ্যমে। এই অঞ্চলের জন্য উপযুক্ত পলিসি ও সার্ভিস দিয়ে নিজেকে বিকশিত করার অভিনব প্রক্রিয়ায়।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাম্প্রতিক সংযোজনের পরে মালয়েশিয়া, ভিয়েতনাম এবং মায়ানমারকে অন্তর্ভুক্ত করে মেটলাইফ এখন এশিয়ার ১১ টি বাজারে সফলভাবে বিস্তৃত ভৌগলিক পদচিহ্ন প্রতিষ্ঠা করেছে। মেটলাইফ এশিয়া শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে মেটলাইফের বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানকারী হিসাবে স্বীকৃতি ধরে রেখেছে।

এক পলকে মেটলাইফ এশিয়া

প্রেসিডেন্ট: স্টিভেন জে গৌলার্ট (অন্তর্বর্তীকালীন)

ভৌগলিক বিস্তৃতি: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চীন, হংকং, ভারত, জাপান, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম

প্রাথমিক পণ্য ও সার্ভিস: ইন্ডিভিজ্যুয়াল জীবন বীমা, দুর্ঘটনা ও স্বাস্থ্য, গ্রুপ জীবন ও স্বাস্থ্য,এমপ্লয়ি বেনিফিট, বার্ষিকী বা অ্যানুইটিস

এশিয়ায় মোট কর্মী সংখ্যা: ২৩,০০০

 আঞ্চলিক সদর দফতর:

মেটলাইফ

৯৭৯ কিংস রোড, আইল্যান্ড ইস্ট 

হংকং