Skip Navigation
Close

Note

This page is not available in the selected language.

গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট এন্ড হেলথ কাভারেজ

মেটলাইফের গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট এন্ড হেলথ কাভারেজ নিয়োগদাতাদের তাদের কর্মীরদের জন্য দুর্ঘটনা কাভারেজ এবং স্বাস্থ্য সুবিধা প্রদান করতে সক্ষম করে।

মেটলাইফের গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট এন্ড হেলথ কাভারেজ বিমা আপনার কর্মীদের গ্রুপ বিমা কাভারেজ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি নিয়োগকারী এবং কর্মচারীদের মানসিক শান্তি দেওয়ার জন্য কোম্পানির জন্য সাজানো হয়েছে। এটি নিয়োগকারীদের তাদের কর্মীদের দুর্ঘটনাজনিত আর্থিক প্রভাব হ্রাস করার সুযোগ করে দেয়। প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে দুর্ঘটনাজনিত মৃত্যু, অক্ষমতা (স্থায়ী এবং আংশিক উভয়) এবং শুধু দুর্ঘটনার কারণে চিকিৎসা ব্যয়।

গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট কাভারেজ (শুধুমাত্র  কর্মীদের জন্য)

  • গ্রুপ লাইফ কাভারেজের পাশাপাশি, দুর্ঘটনাজনিত মৃত্যুর সাথে দুর্ঘটনাজনিত অক্ষমতা যা আংশিক কিংবা স্থায়ী একসাথে এই পলিসিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
  • এএমআর গ্রুপ লাইফ ও অ্যাক্সিডেন্টাল ডেথ ও ডিসঅ্যাবিলিটি এর সাথে বাড়তি রাইডার হিসেবে নেয়া যেতে পারে যা দুর্ঘটনাজনিত চিকিৎসা ব্যয়ের ক্ষতিপূরণকে অন্তর্ভুক্ত করে।
  • গ্রুপ ক্রিটিকাল ইলনেস কাভারেজ কর্মীদের জন্য প্রযোজ্য এবং নির্দিষ্ট ১৩ টি মারাত্মক রোগের জন্য কোনও বীমাকৃত কর্মীকে একক অঙ্কের আর্থিক সহায়তা করে।

আমি গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট এন্ড হেলথ সম্পর্কে আরও জানতে চাই

এক্সিডেন্টাল ডেথ (এ ডি) কাভারেজ 

এই কাভারেজটি দুর্ঘটনার কারণে কোনও কর্মীর মৃত্যুর ঘটনায় একক অঙ্কের আর্থিক সহায়তা করে। এক্সিডেন্টাল ডেথ এর বিমার পরিমাণ গ্রুপ লাইফ কাভারেজের সমান হবে 

এক্সিডেন্টাল পার্মানেন্ট টোটাল ডিসএবিলিটি (এ পি টি ডি )

যখন দুর্ঘটনাজনিত আঘাতের কারণে কোন কর্মী স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষম হয়ে যায় তখন এই রাইডার সুবিধা প্রদান করে। এই ধরণের কাভারেজের অধীনে, অভিহিত মূল্য কর্মীকে মাসিক কিস্তিতে ৬০ মাস পর্যন্ত বা এককালীন আর্থিক সহায়তা করা হয় যদি অক্ষমতার ধরণের নিশ্চয়তা থাকে।

এক্সিডেন্টাল পার্মানেন্ট পার্সিয়াল ডিসএবিলিটি (এ পি পি ডি)

দুর্ঘটনাজনিত শারীরিক আঘাতের ফলে কোনও কর্মী স্থায়ীভাবে আংশিক অক্ষম হয়ে গেলে এই সুবিধাটি প্রদানযোগ্য। অক্ষমতার মাত্রার ভিত্তিতে কভারেজের এক শতাংশ প্রদান করা হয়।

আপনার বেসিক গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট কাভারেজের সাথে নিম্নলিখিত পরিপূরক রাইডার যুক্ত করতে পারেন:

এক্সিডেন্টাল মেডিকেল রিইমবারসমেন্ট (এ এম আর ):এই রাইডার একটি ব্যয় ক্ষতিপূরণ সুবিধা প্রদান করে যা  আওতাভুক্ত দুর্ঘটনাজনিত চিকিৎসার খরচ পূরণে সহায়তা করে। এটি একটি ২৪ ঘণ্টা এবং সারা বছর ব্যাপী কাভারেজ। কোম্পানি  একটি  যুক্তিসঙ্গত, প্রথাগত এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় প্রদান করবে যা দুর্ঘটনার তারিখ থেকে বায়ান্ন (৫২) সপ্তাহের মধ্যে যে চিকিৎসাজনিত খরচগুলি ব্যয় করা হয়, যদি তা অর্ন্তভুক্ত থাকা কোনও আঘাতের ফলস্বরূপ হয় এবং আঘাতের তারিখের ত্রিশ (৩০) দিনের মধ্যে শুরু হয়। এর মধ্যে রয়েছে ডাক্তারের চিকিৎসা, হাসপাতালের চার্জ এবং

লাইসেন্সপ্রাপ্ত বা স্নাতক নার্সের কর্মসংস্থান ফি, যা সুবিধার তফসিলে বর্ণিত ছাড়যোগ্য (যদি থাকে) অতিরিক্ত থাকে। বিমাকৃত ব্যক্তির জন্য প্রদেয় অর্থ বিমা পলিসি অনুযায়ী নির্ধারিত হবে এবং এর চেয়ে বেশি কোন সুবিধা পাওয়া যাবে না। বিমাকৃত ব্যক্তির জন্য প্রদেয় অর্থ বীমাকৃত ব্যক্তির শ্রেণিবদ্ধকরণ এবং যেকোন একটি দুর্ঘটনার ফলে সুবিধার তফসিলের চেয়ে বেশি কোন সুবিধা পাওয়া যাবে না।

ক্রিটিক্যাল ইলনেস:কোনও বিমাকৃত কর্মীকে নির্দিষ্ট গুরুতর অসুস্থতার জন্য গ্রুপ ক্রিটিকাল ইলনেস এককালীন আর্থিক সুবিধা প্রদান করে। এই কাভারেজের আওতাভুক্ত রোগগুলো হলোঃ Cancer

  1. ক্যান্সার
  2. স্ট্রোক
  3. হার্ট অ্যাটাক
  4. গুরুতর করোনারি রোগ
  5. হার্ট ভালভ প্রতিস্থাপন
  6. পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন
  7. শেষ পর্যায়ে ফুসফুসের রোগ
  8. শেষ পর্যায়ের লিভার ডিজিজ
  9. ফুল্মিনাটেড হেপাটাইটিস
  10. কিডনি ফেইলিউর
  11. কোমা
  12. অ্যাপ্লাস্টিক অ্যানেমিয়া
  13. প্রধান অঙ্গ / বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট

ন্যুনতম ২৫ জন কর্মী থাকতে হবে সেক্ষেত্রে কর্মীদের ১০০%-ই বিমা সুবিধা পাবেন।

সকল পূর্ণকালীন স্থায়ী কর্মী যাদের বয়স ষাট (৬০) তম জন্মদিনে পৌঁছায়নি এবং পলিসিগ্রহিতার প্রতিষ্ঠান যা কাভারেজের অন্তর্ভুক্ত দেশে সক্রিয়ভাবে কর্মরত আছেন।  প্রয়োজনের ভিত্তিতে বয়সের সীমা বাড়ানো যেতে পারে বিশেষত যখন বিমাসুবিধা নবায়ন করা হয়।

সকল যোগ্য কর্মীদের ১০০% অবশ্যই তালিকাভুক্ত হতে হবে।

নমনীয় অর্থ প্রদানের পদ্ধতিগুলি বার্ষিক থেকে ত্রৈমাসিকের মধ্যে যেকোনো উপায়ে করা যাবে।

এই পিডিএফ ফাইলটি বিমা শর্তাদি এবং সংজ্ঞাগুলির একটি শব্দকোষ সরবরাহ করে থাকে যা বিমা ব্যবসায় সচরাচর ব্যবহৃত হয়। আরও জানুন

দায় অস্বীকারমূলক বিবৃতি: মেটলাইফ গ্রুপ বিমা পলিসিতে তাদের প্রয়োগের জন্য কিছু ব্যতিক্রম, হ্রাস, সীমাবদ্ধতা এবং শর্তাদি রয়েছে। আরও তথ্যের জন্য আপনার মেটলাইফ প্রতিনিধির সাথে যোগাযোগ করুন।