প্যাকেজড এসএমই এমপ্লয়ী বেনেফিট প্ল্যানস

সকল ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা পূরণের জন্য রয়েছে মেটলাইফ বাংলাদেশর প্যাকেজড এসএমই এমপ্লয়ী বেনিফিটস প্ল্যানস।

প্যাকেজড এসএমই এমপ্লয়ী বেনেফিট প্ল্যানস

প্যাকেজড এসএমই এমপ্লয়ী বেনেফিট প্ল্যানস

কমপক্ষে ৫ জন কর্মী রয়েছে এমন ছোট এবং মাঝারি প্রতিষ্ঠানের কর্মীদের প্রয়োজনীয়তা পূরণের জন্য প্যাকেজড এসএমই এমপ্লোয়ি বেনিফিট পলিসি ডিজাইন করা হয়েছে। মেটলাইফ বাংলাদেশ এমন কিছু গ্রুপ লাইফ, ডিসঅ্যাবিলিটি ও মেডিকেল সমস্যার সমাধান দেয় যেগুলো যেকোন সময় আপনি কিনে নিতে পারেন অথবা প্রয়োজন ও পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন।

 

আয়ত্তাধীন বিকল্পসমূহঃ  

  • 1. মূল গ্রুপ লাইফ কাভারেজ কর্মী প্রতি ১00,000 টাকা থেকে ৫00,000 টাকা পর্যন্ত
  • 2. ঐচ্ছিক গ্রুপ এক্সিডেন্টাল ডেথ কাভারেজ কর্মী প্রতি ১00,000 টাকা থেকে ৫00,000 টাকা পর্যন্ত
  • 3. ঐচ্ছিক গ্রুপ সম্পূর্ণ স্থায়ী অক্ষমতা কাভারেজ কর্মী প্রতি ১00,000 টাকা থেকে ৫00,000 টাকা পর্যন্ত
  • 4. ঐচ্ছিক গ্রুপ আংশিক স্থায়ী অক্ষমতা কাভারেজ কর্মী প্রতি ১00,000 টাকা থেকে ৫00,000 টাকা 
  • 5.ঐচ্ছিক  ইনপেশেন্ট জেনারেল হসপিটালাইজেশন প্রতি কর্মী ও  তার উপর নির্ভিরশীল পরিবারের সদস্যদের জন্য ৪০,০০০ টাকা থেকে ১৫০,০০০ টাকা পর্যন্ত
  • 6. . ঐচ্ছিক ইন-পেশেন্ট মেটারনিটি বিবাহিত মহিলাদের জন্য সি/এস প্ল্যানস জন্য ১২,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত
আমি গ্রুপ প্যাকেজড এসএমই এমপ্লয়ী বেনেফিট প্ল্যানস সম্পর্কে আরও জানতে চাই

কমপক্ষে ৫ জন কর্মী রয়েছে এমন গ্রুপ এসএমই প্যাকেজড প্ল্যান গ্রহণ করতে পারে। তবে এটি ম্যাটারনিটি কাভারেজ ব্যতীত সকলের জন্য প্রযোজ্য। ন্যূনতম ১০ জন বিবাহিত মহিলা সদস্য নিয়ে সঙ্ঘটিত গ্রুপ ইন পেশেন্ট- মেটারনিটি কাভারেজ থাকতে পারে।

যদিও এই প্যাকেজটি ব্যবহারের জন্য নিয়োগকর্তাকে একটি বিশেষ প্যাকেজড প্ল্যান অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, প্রতিটি কর্মী এবং তার উপর নির্ভরশীল যারা (কেবলমাত্র মেডিকেল কাভারেজের জন্য), তাদের অবশ্যই গ্রুপ স্বাস্থ্য বিবৃতি বা জি-৪২ ফরম পূরণ করতে হবে।

যদিও এটি প্রি-আন্ডাররিটেন প্রোডাক্ট প্যাকেজ, মেটলাইফ আন্ডাররাইটারস যেকোন কর্মী বা তার নির্ভরশীলদের চিকিৎসা বা দুর্ঘটনা কাভারেজ যা জি-৪২ ফরমে বলা হয়েছে বা যা পলিসি অনুযায়ী ঝুঁকি কাভার করে না তা অস্বীকার করার সম্পূর্ণ অধিকার রাখে।

টেইলর ম্যাড সলিউশান ছাড়াও, “প্যাকেজড” সুবিধার জন্য প্রিমিয়াম হারসমূহ পূর্ব নির্ধারিত হয় এবং কর্মী বা তাদের নির্ভরশীলের জন্ম তারিখের উপর ভিত্তি করে থাকে। যেহেতু হারসমূহ পর্যায়ক্রমে মেটলাইফ আন্ডাররাইটারস দ্বারা পর্যালোচনা করা হয়, পলিসি নবায়নের সময় হারসমূহ পরিবর্তন হতে পারে, যদিও ওই সময় কোন কর্মীর বয়স অপরিবর্তিত থাকে।

এই পিডিএফ ফাইলটি বিমা শর্তাদি এবং সংজ্ঞাগুলির একটি শব্দকোষ সরবরাহ করে থাকে যা বিমা ব্যবসায় সচরাচর ব্যবহৃত হয়। আরও জানুন

মেটলাইফের এসএমই পরিকল্প সম্পর্ক বিস্তারিত তথ্য জানতে লিংকে ক্লিক করুন। আরও জানুন

সঠিক বিমা পলিসি খুঁজছেন?

কেবল আপনার যোগাযোগের নম্বরসমূহ আমাদেরকে জানান

আমরাই আপনার কাছে প্রয়োজনীয় সহায়থার সহায়তার তথ্য নিয়ে শীঘ্রই হাজির হবো।