Skip Navigation
Close

Note

This page is not available in the selected language.

মেটলাইফ ফিক্সড ডিপোজিট প্রটেকশন প্ল্যান (এমএফডিপিপি)

সঞ্চয়ে সুরক্ষিত হোক ভবিষ্যৎ, শুধুমাত্র একবার প্রিমিয়াম প্রদান করেই।

মেটলাইফ ফিক্সড ডিপোজিট প্রটেকশন প্ল্যান (এমএফডিপিপি)

সঞ্চয়ে সুরক্ষিত হোক ভবিষ্যৎ, শুধুমাত্র একবার প্রিমিয়াম প্রদান করেই

আমরা জানি আপনার বর্তমান জীবন উপভোগ বা ভবিষ্যৎ জীবন সুরক্ষিত করার জন্য আর্থিক সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে, শুধুমাত্র একবার প্রিমিয়াম প্রদান করেই আপনি আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারেন, যা আপনাকে পলিসির মেয়াদ শেষে মেয়াদপূর্তি পেতে এবং বিশ্বমানের বীমা সুবিধা উপভোগ করতে সাহায্য করবে। বারবার প্রিমিয়াম পেমেন্টের ঝামেলা নেই বলেই এটি আপনার জন্য একটি উপযুক্ত পলিসি হতে পারে।

এমএফডিপিপি কেন কিনবেন ?

১) সাশ্রয়ী একক প্রিমিয়াম প্রদান পদ্ধতি। বারবার প্রিমিয়াম প্রদানের ঝামেলা নেই
২) আপনার একক প্রিমিয়ামের প্রায় আড়াই গুণ পর্যন্ত আর্থিক সুরক্ষা
৩) ১৫ বছর পর্যন্ত বীমা সুরক্ষা
৪) কর রেয়াত সুবিধা
৫) মেয়াদ শেষে মেয়াদপূর্তি প্রদান
৬) বিশ্বমানের বীমা সুরক্ষা:
    -স্বাভাবিক মৃত্যু
    -দুর্ঘটনাজনিত মৃত্যু
    -দুর্ঘটনাজনিত স্থায়ী আংশিক অক্ষমতা
    -দুর্ঘটনাজনিত স্থায়ী পূর্ণাঙ্গ অক্ষমতা 

স্বাভাবিক মৃত্যু সুবিধা

বীমাকৃত ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হলে, এমএফডিপিপি-এর অ্যাকাউন্ট মূল্য অথবা অভিহিত মূল্য (যেটি বেশি) সেটি সুবিধাগ্রাহীকে প্রদান করা হবে।  

দুর্ঘটনাজনিত মৃত্যু সুবিধা

মেয়াদপূর্তির পূর্বে যদি বীমাকৃত ব্যক্তি দুর্ঘটনাজনিত আঘাতে মৃত্যুবরণ করেন, তবে  অ্যাকাউন্ট মূল্য অথবা অভিহিত মূল্য (যেটি বেশি) এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে অভিহিত মূল্যের অতিরিক্ত ১০০% প্রদান করা হবে।

মেয়াদপূর্তি মূল্য

যদি বীমা মালিকের কোন অন্তর্ভুক্ত ক্ষতি ছাড়াই পলিসির মেয়াদপূর্তি হয়, তবে কোম্পানি অ্যাকাউন্ট মূল্যের ১০০% প্রদান করবে।

দুর্ঘটনাজনিত স্থায়ী আংশিক অক্ষমতার (এপিপিডি) সুবিধা

যদি বীমাকৃত ব্যক্তির দুর্ঘটনায় কোন অন্তর্ভুক্ত স্থায়ী অক্ষমতার সম্মুখীন হন, কোম্পানি অবিলম্বে পূর্বনির্ধারিত অভিহিত মূল্যের % পরিমান এপিপিডি-এর জন্য প্রদান করবে, পলিসিটি চলমান থাকবে, এবং মেয়াদপূর্তিতে কোম্পানি অ্যাকাউন্ট মূল্যের  ১০০%  পরিমাণ প্রদান করবে। একাধিক ক্ষতির ক্ষেত্রে এপিপিডি সুবিধাদির পরিমাণ অভিহিত মূল্যের ১০০% অতিক্রম করবে না। 

এপিপিডি সুবিধাদি গ্রহণের পরে যদি বীমাকৃত  ব্যক্তি মৃত্যুবরণ করেন, কোম্পানি এমএফডিপিপি-এর অ্যাকাউন্ট মূল্য অথবা অভিহিত মূল্যের মধ্যে যেটি বেশি সেটি প্রদান করবে এবং অবশিষ্ট এপিপিডি-এর শতকরা পরিমাণ প্রদান করবে এই শর্তে যে মৃত্যুর কারণ দুর্ঘটনার সাথে যুক্ত থাকতে পারে এবং দুর্ঘটনার তারিখ থেকে ৩৬৫ দিনের মধ্যে মৃত্যুবরণ করেন। অন্যথায় মৃত্যু সুবিধা অ্যাকাউন্ট মূল্য অথবা অভিহিত মূল্যের মধ্যে যেটি বেশি তার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

দুর্ঘটনাজনিত স্থায়ী পূর্ণাঙ্গ অক্ষমতার (এপিটিডি) সুবিধা

যদি বীমাকৃত ব্যক্তি দুর্ঘটনার সম্মুখীন হন এবং তিনি স্থায়ীভাবে পূর্ণাঙ্গ অক্ষম হন, কোম্পানি অবিলম্বে অভিহিত মূল্যের ১০০% প্রদান করবে,  পলিসিটি চলমান থাকবে, এবং কোম্পানি ১০০% অ্যাকাউন্ট মূল্য মেয়াদপূর্তির সময় প্রদান করবে।

যদি বীমাকৃত ব্যক্তি এপিটিডি সুবিধাদি ভোগ করার পর মৃত্যুবরণ করেন, অ্যাকাউন্ট মূল্য অথবা অভিহিত মূল্যের (যেটি বেশি)  সেটি প্রদান করা হবে।

দায় অস্বীকারমূলক বিবৃতি:

১. এই পলিসিটি আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী (‘মেটলাইফ’) কর্তৃক অবলিখিত এবং সর্বদা পলিসিতে বর্ণিত শর্তাদি ও শর্তাবলীর অধীনে থাকে।  এই পেইজের তথ্যসমূহ গ্রাহকদের শুধু সাধারণ ধারণা প্রদানের জন্য ব্যবহৃত হয়েছে।  শর্তাদি, শর্তাবলী ও ব্যতিক্রমসমূহ বিস্তারিতভাবে বীমা চুক্তিপত্রে অন্তর্ভুক্ত আছে। এখানে অন্তর্ভুক্ত তথ্য এবং বীমা চুক্তিপত্রের মধ্যে যেকোনো অসামঞ্জস্যতার ক্ষেত্রে, বীমা চুক্তিপত্রটি চূড়ান্ত বলে গণ্য হবে।

২. এই পেইজের বাংলা এবং ইংরেজি সংস্করণে যদি কোন অসামঞ্জস্যতা দেখা দেয়, তবে ইংরেজি সংস্করণ সঠিক হিসাবে বিবেচিত হবে।

৩. এই পলিসিটি যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে না বা যুক্তরাষ্ট্রের ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয়; এই বক্তব্যের প্রেক্ষিতে একজন যুক্তরাষ্ট্রের ব্যক্তি বলতে যুক্তরাষ্ট্রের একজন নাগরিক বা যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যক্তি (যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী যুক্তরাষ্ট্রের একজন স্থায়ী বাসিন্দাও এর অন্তর্ভুক্ত), যুক্তরাষ্ট্রের অংশীদারি প্রতিষ্ঠান এবং এমন কোন ট্রাস্ট যা যুক্তরাষ্ট্রের এক বা একাধিক ব্যক্তি কর্তৃক নিয়ন্ত্রিত এবং যা যুক্তরাষ্ট্রের আদালতের তদারকির আওতাভুক্ত।

৪. যেখানেই ব্যবহৃত হোক “রাইডার” শব্দটি বলতে যেকোনো সম্পূরক চুক্তি(সমূহ)কে বুঝাবে এবং অন্তর্ভুক্ত করবে, যা মূল পলিসির সাথে সংযুক্ত । রাইডার স্বতন্ত্র কোন পণ্য নয় এবং এটি সক্রিয় করতে একটি মূল পলিসির (মূল পলিসির তথ্য/তালিকা মেটলাইফ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট(দের) কাছে পাওয়া যাবে এবং আবশ্যিক মূল পলিসি(সমূহ) মেটলাইফ কর্তৃক নির্ধারিত হবে) প্রয়োজন হয়। মূল পলিসির সাথে রাইডার (যদি থাকে) সংযুক্ত থাকে, রাইডারটি অবসান এবং/অথবা মেয়াদপূর্তির তারিখে স্বয়ংক্রিয়ভাবে অবসান হবে অথবা প্রিমিয়াম প্রদানের মেয়াদ শেষে, যেটি আগে ঘটে।