This page is not available in the selected language.
নিশ্চিত মেয়াদপূর্তি মূল্যের সাথে সুরক্ষিত ভবিষ্যৎ
মেটলাইফ ফিক্সড ডিপোজিট প্রটেকশন প্ল্যান (এমএফডিপিপি) – অ্যাস্যুরেন্স ২.১
মেটলাইফ ফিক্সড ডিপোজিট প্রটেকশন প্ল্যান (এমএফডিপিপি) – অ্যাস্যুরেন্স ২.১
আমরা জানি আপনার বর্তমান জীবন উপভোগ বা ভবিষ্যৎ জীবন সুরক্ষিত করার জন্য আর্থিক সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে, শুধুমাত্র একবার প্রিমিয়াম প্রদান করেই আপনি আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারেন, যা আপনাকে পলিসির মেয়াদ শেষে মেয়াদপূর্তি মূল্য পেতে এবং বিশ্বমানের বীমা সুবিধা উপভোগ করতে সাহায্য করবে।
বারবার প্রিমিয়াম প্রদানের প্রয়োজন নেই বলেই এটি আপনার জন্য একটি সুবিধাজনক পলিসি হতে পারে।
এমএফডিপিপি - অ্যাস্যুরেন্স ২.১ কেন কিনবেন?
১। সাশ্রয়ী একক প্রিমিয়াম প্রদান পদ্ধতি; বারবার প্রিমিয়াম প্রদানের প্রয়োজন নেই
২। আপনার একক প্রিমিয়ামের ১.৫ গুণ আর্থিক সুরক্ষা
৩। ৫ বছর বীমা সুরক্ষা
৪। আয়কর রেয়াত সুবিধা
৫। মেয়াদ শেষে মেয়াদপূর্তি মূল্য প্রদান
৬। বিশ্ব মানের বীমা সুরক্ষা:
- - স্বাভাবিক মৃত্যু
- - দুর্ঘটনাজনিত মৃত্যু
- - দুর্ঘটনাজনিত স্থায়ী আংশিক অক্ষমতা
- - দুর্ঘটনাজনিত স্থায়ী পূর্ণাঙ্গ অক্ষমতা
এক নজরে সুবিধাসমূহ
আর্থিক কভারেজ/সুরক্ষাঃ স্বাভাবিক মৃত্যু
মেয়াদপূর্তির আগে বীমাকৃত ব্যক্তি যদি স্বাভাবিক কারণে মৃত্যু বরণ করেন, তবে তাঁর মৃত্যুর তারিখে এমএফডিপিপি - অ্যাস্যুরেন্স ২.১ এর অ্যাকাউন্ট ভ্যালু অথবা পলিসিটির ফেস অ্যামাউন্টের মধ্যে যেটি বেশি হয় তা মনোনীত সুবিধাগ্রাহীকে প্রদান করা হবে।
আর্থিক কভারেজ/সুরক্ষাঃ দুর্ঘটনাজনিত মৃত্যু
দুর্ঘটনাজনিত আঘাতের কারণে মেয়াদপূর্তির আগে বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে প্রাপ্য সুবিধাসমূহঃ
১) এমএফডিপিপি - অ্যাস্যুরেন্স ২.১ এর অ্যাকাউন্ট ভ্যালু অথবা ফেস অ্যামাউন্টের মধ্যে যেটি বেশি হয় সেটি এবং
২) ফেস অ্যামাউন্টের সর্বোচ্চ ১০০% অর্থ মনোনীত সুবিধাগ্রাহীকে দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে প্রদান করা হবে। এক্ষেত্রে, এই পলিসির আওতাভুক্ত কোনো দুর্ঘটনাজনিত বীমা দাবি প্রদান করা হয়ে থাকলে তা প্রদেয় ফেস অ্যামাউন্ট থেকে বাদ দেওয়া হবে।
মেয়াদপূর্তি সুবিধা
বীমাকৃত ব্যক্তির কোনো প্রকার ক্ষতি ছাড়াই যদি পলিসির মেয়াদপূর্তি হয়, তবে অ্যাকাউন্ট ভ্যালুর ১০০% বীমাকৃত ব্যক্তিকে প্রদান করা হবে।
আর্থিক কভারেজ/সুরক্ষাঃ দুর্ঘটনাজনিত স্থায়ী আংশিক অক্ষমতা, পঙ্গুত্ব বা অঙ্গহানি
মেয়াদপূর্তির পূর্বে দুর্ঘটনাজনিত কারণে বীমাকৃত ব্যক্তির বীমা নিরাপত্তার আওতাধীন স্থায়ী আংশিক অক্ষমতা, পঙ্গুত্ব বা অঙ্গহানি হলেঃ
১) কোম্পানি অনতিবিলম্বে পলিসির ফেস অ্যামাউন্টের পূর্ব নির্ধারিত শতকরা অংশ প্রদান করবে;
২) পলিসিটি চালু থাকবে; এবং
৩) মেয়াদপূর্তিতে কোম্পানি ১০০% অ্যাকাউন্ট ভ্যালু বীমাকৃত ব্যক্তিকে প্রদান করবে।
বীমা নিরাপত্তার আওতাধীন একাধিক দুর্ঘটনাজনিত ক্ষতির ক্ষেত্রে, মোট ক্ষতিপূরণ ফেস অ্যামাউন্টের ১০০% এর অধিক হবে না।
দুর্ঘটনাজনিত আংশিক অক্ষমতা, পঙ্গুত্ব বা অঙ্গহানির ক্ষেত্রে ক্ষতিপূরণ গ্রহণ করার পর বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে, কোম্পানি তার মনোনীত সুবিধাগ্রাহীকে এমএফডিপিপি - অ্যাসুরেন্স ২.১ এর অ্যাকাউন্ট ভ্যালু বা ফেস অ্যামাউন্ট এর মধ্যে যেটি বেশি সেটি প্রদান করবে এবং দুর্ঘটনার তারিখ থেকে ৩৬৫ দিনের মধ্যে এই দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটলে ফেস অ্যামাউন্ট এর বাকি শতাংশ টাকার সমপরিমাণ অর্থ মনোনীত সুবিধাগ্রাহীকে প্রদান করবে।
তবে দুর্ঘটনার থেকে ৩৬৫ দিন পরে এই দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটলে মনোনীত সুবিধাগ্রাহীকে শুধুমাত্র অ্যাকাউন্ট ভ্যালু বা ফেস অ্যামাউন্ট এর মধ্যে যেটি বেশি সেটি প্রদান করা হবে।
আর্থিক কভারেজ/সুরক্ষাঃ দুর্ঘটনাজনিত স্থায়ী ও পূর্ণাঙ্গ পঙ্গুত্ব
যদি বীমাকৃত ব্যক্তি মেয়াদপূর্তির আগে দুর্ঘটনায় পতিত হয়ে স্থায়ী ও পূর্ণাঙ্গ পঙ্গুত্বের শিকার হন, সেক্ষেত্রেঃ
১) ফেস অ্যামাউন্টের ১০০% প্রদান করা হবে। তবে দুর্ঘটনাজনিত স্থায়ী আংশিক অক্ষমতা, পঙ্গুত্ব বা অঙ্গহানির জন্য পূর্বে কোনো বীমাদাবি পরিশোধিত অথবা প্রদেয় হলে উক্ত অর্থ বাদ দিয়ে ফেস অ্যামাউন্টের বাকি অংশ প্রদান করা হবে।
২) পলিসিটি চালু থাকবে; এবং
৩) মেয়াদপূর্তিতে কোম্পানি অ্যাকাউন্ট ভ্যালুর ১০০% বীমাকৃত ব্যক্তিকে প্রদান করবে।
এইরূপ পূর্ণাঙ্গ ও স্থায়ী পঙ্গুত্বের ক্ষতিপূরণ গ্রহণ করার পর কোনো বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে এমএফডিপিপি-অ্যাস্যুরেন্স ২.১ এর অ্যাকাউন্ট ভ্যালু অথবা পলিসিটির ফেস অ্যামাউন্টের মধ্যে যেটি বেশি হয় তা মনোনীত সুবিধাগ্রাহীকে প্রদান করা হবে।
বীমাকৃত ব্যক্তির মৃত্যুতে পলিসিটির অবসান হবে।
MFDPP Assurance 2.1
More information about this product
Looking for the right insurance?
Simply share your contacts with us
we will get back to you soon with the help you need.