কার্ড/বিকাশ এর মাধ্যমে প্রিমিয়াম প্রদান

Note

This page is not available in the selected language.

MetLife

কার্ড/বিকাশ এর মাধ্যমে প্রিমিয়াম প্রদান

অনলাইনে প্রদান করুন

মেটলাইফ বাংলাদেশ এখন শ্রদ্ধেয় পলিসি গ্রাহকদের জন্য “অনলাইন পেমেন্ট” সুবিধাগুলি পলিসি বহাল রাখার সময় সত্যিকারের ডিজিটাল অভিজ্ঞতার সুযোগ দিচ্ছে। মেটলাইফকে অর্থ প্রদানের জন্য তাদের আর দীর্ঘ কাতারে দাঁড়িয়ে বা কাছের কোনও মেটলাইফ বা মেটলাইফ পার্টনার ব্যাংক কাউন্টারে যাওয়ার দরকার নেই। পলিসি গ্রহিতা  ক্রেডিট/ডেবিট কার্ড অথবা বিকাশ অথবা  অনলাইন ব্যাংকিং  সেবা/পরিষেবা অর্থাৎ নিজের নিজস্ব ব্যাংক এ/সি ডেবিট করে এবং মেটলাইফকে জমা দিয়ে অনলাইন পেমেন্ট করতে পারেন।

কার্ডের মাধ্যমে অনলাইনে প্রদান কার্ডের মাধ্যমে অনলাইনে প্রদান

i. যেকোন ভিসা/ মাস্টার কার্ড/ আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট/ ডেবিট কার্ডধারী অথবা বিকাশ ব্যবহারকারীরা  এই সুবিধা পাবেন । 
ii. মেটলাইফে পরিশোধকৃত অর্থের পরিমাণের উপর পেমেন্ট গেটওয়ে ইউসেজ ফি চার্জ প্রযোজ্য হবে। 
iii. গ্রাহককে পেমেন্টের একটি ধরণ বেছে নিতে হবে যেমন প্রিমিয়ামের বিপরীতে পরিশোধ, অটোমেটিক প্রিমিয়াম লোন, ল্যাপ্স, অটো সারেন্ডার অথবা অন্যান্য ব্যালেন্স।
iv. গ্রাহককে অবশ্যই প্রত্যেকটি “সাব হেড”-এর বিপরীতে উল্লিখিত অর্থের পরিমাণ যেমন পেমেন্ট অ্যামাউন্ট, ডাবল বিলিং অ্যামাউন্ট (যদি প্রযোজ্য হয়) এবং গেটওয়ে ইউসেজ ফির ব্যাপারে দেখে নিতে হবে এবং ভবিষ্যতে কোন সমস্যা নিরসনে এ সম্পর্কিত “শর্তাবলী” ভালোভাবে পড়ে নিতে হবে।
v. প্রক্রিয়াটির সফল সমাপ্তির পরে, একটি ইলেকট্রনিক প্রিমিয়াম/ টাকার রশিদ (স্ট্যাম্প বা স্বাক্ষর ছাড়াই) স্ক্রিনে উপস্থিত হবে, যার একটি অনুলিপি স্বয়ংক্রিয়ভাবে কার্ডধারীর ইমেল ঠিকানাতে প্রেরণ করা হবে;
vi. গ্রাহক চাইলে প্রিমিয়াম/টাকার রশিদ প্রিন্ট করিয়ে নিতে পারেন।

অনালাইন সলিউশনের মাধ্যমে কিভাবে প্রিমিয়াম জমা দিবেন 

জিজ্ঞাসা করুন

কেবল আপনার যোগাযোগের তথ্য সমূহ এবং প্রশ্নটি আমাদের জানান

আমরাই আপনার কাছে প্রয়োজনীয় সহায়তার তথ্য নিয়ে শীঘ্রই হাজির হবো।