অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রিমিয়াম প্রদান
অনলাইনে প্রদান করুন
মেটলাইফ বাংলাদেশ এখন শ্রদ্ধেয় পলিসি গ্রাহকদের জন্য “অনলাইন পেমেন্ট” সুবিধাগুলি পলিসি বহাল রাখার সময় সত্যিকারের ডিজিটাল অভিজ্ঞতার সুযোগ দিচ্ছে। মেটলাইফকে অর্থ প্রদানের জন্য তাদের আর দীর্ঘ কাতারে দাঁড়িয়ে বা কাছের কোনও মেটলাইফ বা মেটলাইফ পার্টনার ব্যাংক কাউন্টারে যাওয়ার দরকার নেই। পলিসি গ্রহিতা ক্রেডিট/ডেবিট কার্ড অথবা বিকাশ অথবা অনলাইন ব্যাংকিং সেবা/পরিষেবা অর্থাৎ নিজের নিজস্ব ব্যাংক এ/সি ডেবিট করে এবং মেটলাইফকে জমা দিয়ে অনলাইন পেমেন্ট করতে পারেন।
অনালাইন সলিউশনের মাধ্যমে কিভাবে প্রিমিয়াম জমা দিবেন
I. “ইএফটি ক্রেডিট সক্ষম ব্যাংকসমূহ” শুধু ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকরাই কেবলমাত্র এই সেবাটি পাবেন;
II. এই সেবাটিতে কোন প্রসেসিং ফি প্রযোজ্য নয়;
III. এই সেবাটি পেতে লগ ইন করার পর, ফরমের বিভিন্ন জায়গায় যথাযথ তথ্য পূরণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে এবং “সাবমিট” বোতামে ক্লিক করতে হবে, লেনদেনের সমস্ত তথ্য প্রদানের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত মেটলাইফের ওয়েবসাইটে প্রদর্শিত পেইজটি খোলা রাখতে হবে;
IV. নির্ধারিত সময়ের পরে গ্রাহক যদি তাঁদের নির্ধারিত ব্যাংকে কোন লেনদেন সম্পন্ন করে অথবা শুক্রবার/শনিবার কিংবা সরকারি ছুটির দিনে লেনদেন সম্পন্ন হয় তাহলে পরবর্তী কার্যদিবসে তা প্রক্রিয়াকরণ করা হবে;
V. মেটলাইফ গ্রাহকের ব্যাংকের কাছ থেকে অর্থ গ্রহণের পরে গ্রাহক একটি স্বীকৃতি এসএমএস পাবেন। পলিসি গ্রাহক তাঁর নিবন্ধিত যোগাযোগের ঠিকানায় মেটলাইফের অফিসিয়াল প্রিমিয়াম/টাকার রশিদ পেয়ে যাবেন।
Looking for the right insurance?
Simply share your contacts with us
We will get back to you soon with the help you need.