পলিসি পুনর্বহাল প্রক্রিয়া

MetLife

পলিসি পুনর্বহাল প্রক্রিয়া

কেন পলিসিটি পুনর্বহাল (Reinstate) করা উচিত?

  • পলিসি বন্ধ থাকা অবস্থায় কোন কাভারেজ বা আর্থিক নিরাপত্তা পাওয়া যায় না,
  • *আপনার বন্ধ পলিসিটি চালু না করা হলে পলিসির অন্যান্য আর্থিক বেনিফিট না পাওয়ার সম্ভাবনা থাকে,  
  • *পলিসিটি চালু থাকলে প্রয়োজনে ঋণ নেওয়া যায়,
  • *পলিসিটি চালু থাকলে মেয়াদপূর্তি মূল্য (Maturity Value) পাওয়া যায়। কিছু পলিসির ক্ষেত্রে মেয়াদপূর্তি মূল্য সহ আংশিক মেয়াদপূর্তি মূল্য প্রযোজ্য।

কিভাবে পলিসিটি পুনর্বহাল (Reinstate) করতে পারবেন?

  • আপনার পলিসিটি যদি বিগত পাঁচ বছরের মধ্যে বন্ধ হয়ে থাকে, তবে পলিসিটি পুনর্বহাল করতে পারবেন। কিছু পলিসির ক্ষেত্রে এ সময়সীমা তিন বছর,
  • যথাযথভাবে পুনর্বহাল ফর্মটি (Reinstate Form) পূরণ করতে হবে (https://www.metlife.com.bd/content/dam/metlifecom/bd/forms-library/form-library/other-forms/ReinstatementformAdult.pdf),
  • বকেয়া প্রিমিয়ামের পরিমাণ জানতে কল সেন্টারে কল করে অথবা নিকটস্থ কাস্টমার সেন্টার থেকে সরাসরি জেনে নিন,
  •  পলিসিটি পুনর্বহাল করতে সকল অবলিখন নীতিমালা (Underwriting Guideline) প্রযোজ্য হবে।  

আপনার বন্ধ পলিসিটি পুনর্বহাল করতে কল করুন ১৬৩৪৪ নাম্বার-এ (সকাল ৯ টা থেকে বিকাল ৬টা পর্যন্ত) অথবা যোগাযোগ করুন আপনার ফিনান্সিয়াল এসোসিয়েট-এর সাথে।

*শর্ত সাপেক্ষে

Note

This page is not available in the selected language.

Find the right insurance Looking for the right insurance?

Simply share your contacts with us

we will get back to you soon with the help you need.