Be a MetLifer

Note

This page is not available in the selected language.

মেটলাইফ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট মানেই নিজের নির্ধারিত সময়ে প্রত্যাশা অনুযায়ী আয়, সাথে অন্যের জীবন উন্নত করার  সুযোগ।

এই সুদীর্ঘ পথচলায় ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের স্বপ্নপূরণে মেটলাইফ প্রতিজ্ঞাবদ্ধ

 কীভাবে মেটলাইফ বাংলাদেশের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হবেন?

বর্তমান এই সময়ের পরিপ্রেক্ষিতে মেটলাইফ তাই নিয়ে এসেছে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট প্রোগ্রাম। সাফল্যের সূত্র লাইভ ইভেন্ট এর মধ্য দিয়ে এই প্রোগ্রামের সূচনা, যেখানে মেটলাইফের লিডারদের পাশাপাশি, সফল ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট ও সন্তুষ্ট কাস্টমারদের কাছ থেকে আমরা জানতে পারি এই পেশা সম্পর্কে। ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসাবে জয়েন করে ক্যারিয়ার গড়ার পাশপাশি মেটলাইফ আপনাকে দিচ্ছে প্রতিশ্রুতিঃ

 

১. আর্থিক সচ্ছলতা অর্জন
২. স্বপ্ন পূরণের সুযোগ
৩. দ্রুত সাফল্যের সম্ভাবনা
৪. সেরাদের কাছ থেকে শেখা
৫. নিজস্ব ব্যবসার সুযোগ

 

অপরাজেয় এই মানুষদের সাথে আপনিও যোগ দিন। জয়েন করুন মেটলাইফের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে, আর গড়ে তুলুন নিজেকে।