মেটলাইফের পুরস্কার ও স্বীকৃতিসমূহ
১৫০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের অগণিত মানুষ এবং তাদের পরিবারকে আর্থিক অনিশ্চয়তার ঝুঁকিগুলো থেকে সুরক্ষিত রাখতে কাজ করছে মেটলাইফ। এর মাধ্যমে ব্যক্তি ও পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে সামাজিক বন্ধনকে দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোম্পানিটি।
আজ বিশ্বজুড়ে প্রায় ১০০ মিলিয়ন গ্রাহকের চাহিদা পূরণের মাধ্যমে ইনসিওরেন্স ইন্ডাস্ট্রিতে মেটলাইফ অর্জন করেছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মর্যাদা। এছাড়া কর্পোরেট ও সামাজিক দায়িত্ব পালন করতে মেটলাইফ প্রতিষ্ঠা করেছে মেটলাইফ ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজুড়ে ৭৮৩ মিলিয়ন ডলার অনুদান প্রদান ও কমিউনিটিতে ইতিবাচক গুণগত পরিবর্তনে বিভিন্ন প্রতিষ্ঠানেও বিনিয়োগ করেছে মেটলাইফ। গ্রাহকদের সেবাদানের পাশাপাশি মেটলাইফ অগনিত কর্মীর জন্য কর্মসংস্থান, সেরা কর্ম পরিবেশ ও সর্বোত্তম সুযোগ সুবিধা নিশ্চিত করে আসছে।
মানুষের জীবনে আর্থিক নিশ্চয়তা নিশ্চিতকরণের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে মেটলাইফ বিশ্বের ৪০ টিরও বেশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যার ফলশ্রতিতে মেটলাইফ তার কর্মক্ষমতা ও অবদানের জন্য ফরচুন-৫০০ কোম্পানির তালিকায় ৪৩ তম প্রতিষ্ঠান হিসেবে তালিকাভূক্ত হওয়ার স্বীকৃতি অর্জন করেছে। ওয়ার্কিং মাদার মিডিয়া মেটলাইফ-কে কর্মজীবী মা-দের জন্য বিশ্বের সেরা ১০০ টি কোম্পানির মধ্যে অন্তর্ভুক্ত করেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ফিমেল এক্সিকিউটিভস-এর স্বীকৃতি অনুযায়ী নারী এক্সিকিউটিভদের জন্য শীর্ষ ৫০ টি কোম্পানির একটি হল মেটলাইফ। আফ্রিকান-আমেরিকানদের জন্য সেরা চাকরিদাতা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফকে স্বীকৃতি দিয়েছে ব্ল্যাক ইওই জার্নাল। ডেভিড থমাস ফাউন্ডেশন ফর অ্যাডপশন মেটলাইফকে সেরা অ্যাডপশন-ফ্রেন্ডলি কর্মক্ষেত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
গ্রাহকদের জীবনে ইতিবাচক গুণগত পরিবর্তনে অবদান রাখার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতি রক্ষার জন্য নিউজউইক গ্রিন র্যাঙ্কিংস মেটলাইফকে গ্রিনেস্ট ইনসিওরার ইন দ্য ইউ.এস. হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। এছাড়াও অক্ষম ব্যাক্তিদের কর্মসংস্থানের জন্য মেটলাইফকে ডিজেবিলিটি ইক্যুয়ালিটি ইনডেক্স-এর তালিকায় শীর্ষ স্থানগুলোর একটিতে অন্তর্ভুক্ত করেছে আমেরিকান অ্যাসোসিয়েশন অব পিপল উইথ ডিজেবিলিটিস অ্যান্ড ইউ.এস. বিজনেস লিডারশিপ নেটওয়ার্ক।
শেয়ারবাজারে বীমাখাতে বৃহৎ বিনিয়োগের মাধ্যমে মেটলাইফ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেইসাথে সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে টানা ৮ বার সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারীর স্বীকৃতিও অর্জন করেছে কোম্পানিটি। বাংলাদেশে ২০১০ সাল থেকে বীমা কোম্পানিগুলোর জন্য শুরু হওয়া ক্রেডিট রেটিং-এ মেটলাইফ সর্বোচ্চ ক্রেডিট রেটিং “AAA” অর্জন করে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। এছাড়াও ২০১৮ সালে বাংলাদেশের বিমা খাতে সেরা চাকরিদাতা হিসেবে বেষ্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড এবং ওয়ার্ল্ড এইচ আর ডি কংগ্রেস, ইন্ডিয়াতে বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড ২০১৮ অ্যাওয়ার্ড অর্জন করে মেটলাইফ।
এই স্বীকৃতি ও অর্জনসমূহ বিশ্বজুড়ে মেটলাইফের সেবা, সাফল্য ও গ্রহণযোগ্যতার পরিচায়ক যা মেটলাইফকে বিশ্বের অন্যতম সেরা বীমা সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।