ক্লান্তিকর পরিশ্রম ও পে-চেক নয়; উপভোগ করুন এর থেকেও বেশি কিছু

সম্ভাব্য আয় ও সুবিধা

সম্মানজনক পেশা

একজন ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট শুধু বিমা প্রোডাক্টই বিক্রি করেন না; তিনি গ্রাহকদের আর্থিক পরামর্শ দিয়ে থাকেন, তাদের সঠিক প্রোডাক্ট কিনতে সহযোগিতা করেন এবং গ্রাহকদের বিমা পলিসি থেকে সর্বোচ্চ সুবিধা দেয়ার জন্য সঠিক সেবা প্রদান করেন।

একজন ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট শুধু বিমা প্রোডাক্টই বিক্রি করেন না; তিনি গ্রাহকদের আর্থিক পরামর্শ দিয়ে থাকেন, তাদের সঠিক প্রোডাক্ট কিনতে সহযোগিতা করেন এবং গ্রাহকদের বিমা পলিসি থেকে সর্বোচ্চ সুবিধা দেয়ার জন্য সঠিক সেবা প্রদান করেন।

প্রয়োজনের সময়ে সঠিক বীমা পলিসির পরামর্শ প্রদান করে অ্যাসোসিয়েটরা গ্রাহকদের জীবনে আর্থিক সুরক্ষার নিশ্চয়তা দেয়ার পাশাপাশি তাদের জীবনে নির্ভরতার একটি মাধ্যম হিসেবে কাজ করেন।

সীমাহীন আয়ের সুযোগ

আর কমিশন নির্ভর করে বিক্রয় করা বীমা পলিসির মেয়াদকাল, সুবিধা, ধরণ ও শর্তাবলীর উপর।

আর কমিশন নির্ভর করে বিক্রয় করা বীমা পলিসির মেয়াদকাল, সুবিধা, ধরণ ও শর্তাবলীর উপর।

মেটলাইফের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে কোনো নির্ধারিত বেতন না থাকলেও আছে অফুরন্ত উপার্জনের সুযোগ। কারন এই ভুমিকায় আয়ের মাধ্যম হল পারফর্মেন্স নির্ভর কমিশন।

পেনশন স্কিম

অবসর গ্রহণের পরও মেটলাইফের পেনশন স্কিম আপনাকে আর্থিকভাবে সহায়তা দিবে। অ্যাসোসিয়েটের অপ্রত্যাশিত মৃত্যুতে তার নমিনি এই সুবিধা ভোগ করবেন।

অবসর গ্রহণের পরও মেটলাইফের পেনশন স্কিম আপনাকে আর্থিকভাবে সহায়তা দিবে। অ্যাসোসিয়েটের অপ্রত্যাশিত মৃত্যুতে তার নমিনি এই সুবিধা ভোগ করবেন।

মূলত, এটি অংশগ্রহণমূলক স্কীমের মতো কাজ করে যেখানে অ্যাসোসিয়েট তার প্রতিমাসের কমিশনের ৫% প্রদান করেন এবং মেটলাইফও সমপরিমাণ অর্থ প্রদান করে। দুই পক্ষের সম্মিলিত অর্থ অবসরগ্রহণের পর পেনশন হিসেবে অ্যাসোসিয়েট বা তার নমিনিকে দেয়া হয়।

গ্রুপ কাভারেজ

একজন ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ও তাদের পরিজনদের জন্য মেটলাইফ লাইফ কাভারেজ, ডিজেবিলিটি কাভারেজ এবং মেডিকেল কাভারেজ প্রদান করে।

একজন ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ও তাদের পরিজনদের জন্য মেটলাইফ লাইফ কাভারেজ, ডিজেবিলিটি কাভারেজ এবং মেডিকেল কাভারেজ প্রদান করে।

এই কাভারেজগুলো নির্ভর করে ফিন্যান্সিয়াল আ্যাসোসিয়েটের আয়ের উপর। স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এর সর্বোচ্চ পরিমাণ ৳১৫,০০,০০০ জন্য এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ ৳৩০,০০,০০০।

Note

This page is not available in the selected language.

Potential Earnings and Benefits

ক্যারিয়ারে দ্রুত উন্নতি

আমাদের কোম্পানি তরুণ মেধাবীদের ক্যারিয়ারে উন্নতির শিখরে পৌঁছাতে সহায়তা করতে বিশ্বাসী

আমাদের কোম্পানি তরুণ মেধাবীদের ক্যারিয়ারে উন্নতির শিখরে পৌঁছাতে সহায়তা করতে বিশ্বাসী

এখানে আপনি মাত্র ৩ বছরের মধ্যেই ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট পদ থেকে ইউনিট ম্যানেজার হিসেবে পদোন্নতি পেতে পারেন। আর, ইউনিট ম্যানেজার থেকে ব্রাঞ্চ ম্যানেজার পদে অধিষ্ঠিত হতে পারেন মাত্র ৩ বছরের মধ্যেই। একজন অ্যাসোসিয়েটকে ভবিষ্যত নেতৃত্বের চ্যালেঞ্জের জন্য গড়ে তুলতে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যাবস্থা রেখেছি।

মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগ

একটি ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানির সাথে কাজ করার  অভিজ্ঞতা প্রতিটি ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।

একটি ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানির সাথে কাজ করার  অভিজ্ঞতা প্রতিটি ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।

আমরা সব বৈশ্বিক মান বজায় রেখে কাজ করি যা আমাদের প্রোডাক্টকে আরো সুরক্ষিত ও নির্ভরযোগ্য হিসেবে গ্রাহকদের কাছে প্রতিফলিত করে। এর ফলে আমাদের অ্যাসোসিয়েটরা প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে থাকে।

আন্তর্জাতিক মানের ট্রেনিংয়ের সুযোগ

আন্তর্জাতিক কোম্পানি হিসেবে আমরা বিশ্বাস করি, জ্ঞানার্জনের কোনো সীমা নেই।

আন্তর্জাতিক কোম্পানি হিসেবে আমরা বিশ্বাস করি, জ্ঞানার্জনের কোনো সীমা নেই।

আমাদের কর্মীদের মধ্যে কর্পোরেট মনোভাব ও সাংস্কৃতিক বিকাশের জন্য আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের ওয়ার্কশপ ও ট্রেনিং প্রোগামের ব্যবস্থা করা হয়ে থাকে। গত ৫ বছরে আমরা ১১টি দেশে বিভিন্ন ট্রেনিং সেশনের আয়োজন করেছি। ট্রেনিং এবং কাজের পাশাপাশি এসব সেশন বেশ আনন্দময়ও হয়।

নিজস্ব কর্মঘণ্টা নির্ধারণের স্বাধীনতা

এখানে অন্যান্য পেশাজীবীদের মত প্রতিটি কাজের জন্য পুরোপুরি অফিস ম্যানেজমেন্টের উপর নির্ভর করে থাকতে হয় না। শুধুমাত্র এজেন্সি অফিসের আয়োজিত মিটিংগুলোতে অ্যাসোসিয়েটদের উপস্থিতি বাধ্যতামূলক, কারণ এগুলো কর্মীদের নিজেদের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

এখানে অন্যান্য পেশাজীবীদের মত প্রতিটি কাজের জন্য পুরোপুরি অফিস ম্যানেজমেন্টের উপর নির্ভর করে থাকতে হয় না। শুধুমাত্র এজেন্সি অফিসের আয়োজিত মিটিংগুলোতে অ্যাসোসিয়েটদের উপস্থিতি বাধ্যতামূলক, কারণ এগুলো কর্মীদের নিজেদের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

একজন অ্যাসোসিয়েটের পূর্ণ স্বাধীনতা আছে নিজের কাজের সময় নির্ধারণ করার যা অ্যাসোসিয়েটদের নিজেদের কাজ ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 

মেটলাইফে

যোগদান করুন

আপনার সাফল্যের ভিত গড়ুন নিজেই