এমডিআরটির সঙ্গে আমাদের পার্টনারশিপ আমাদের আমাদের ফিন্যান্সিয়াল অ্যাসসিয়েটদের প্রশিক্ষণ ও ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা রাখছে
এমডিআরটির সঙ্গে পার্টনারশিপ
মেটলাইফ এশিয়াতে একটি পেশাদার ও সদা উন্নয়নশীল কর্মী-সমাজ গড়ে তুলতে সচেষ্ট। সফলতার শিখরে পৌঁছানোর জন্য আমরা এমডিআরটি-র মত সেরা প্ল্যাটফর্মগুলোকেই বেছে নেই যা আমাদের কর্মীদের সফলতা এনে দিতে সাহায্য করে।
কর্মীদের প্রশিক্ষণ, বিক্রয় ও বিপণনের সেরা পদ্ধতিগুলো নিয়ে পারস্পরিক তথ্য বিনিময় ও দক্ষতা উন্নয়নের জন্য মেটলাইফ এমডিআরটি-র সাথে ৩ বছরের (২০১৮-২০২০) একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে। এই পার্টনারশিপ পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমাদের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের ক্যারিয়ারের গঠনের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
এই পার্টনারশিপ সম্পর্কে মেটলাইফ এশিয়ার একজন প্রতিনিধি বলেন, “এশিয়াতে আমাদের ৪৫,০০০ এরও বেশি কর্মী আছে। তারা আমাদের গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে সচেষ্ট। এমডিআরটি-র সাথে পার্টনারশিপ আমাদের বিক্রয়কর্মীদের প্রশিক্ষণ ও আত্মউন্নয়নের জন্য একটি সঠিক পদক্ষেপ এবং এই পদক্ষেপ আমাদের সেবার সর্বোচ্চ মাণ রক্ষা ও নৈতিকতার মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করতে সাহায্য করবে।“
এমডিআরটি-র প্রেসিডেন্ট জেমস ডি পিটম্যান (সিএলইউ, সিএফপি) মেটলাইফের সাথে এই পার্টনারশিপের বিষয়ে বলেন, “মেটলাইফ এশিয়ার সাথে এমডিআরটি-র এই পার্টনারশিপে আমরা উচ্ছ্বসিত। ফিন্যান্সিয়াল সেক্টরে কর্মীদের ক্যারিয়ার গঠনে কোম্পানিগুলোর এমন উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাই।“
MetLife
মেটলাইফে যোগদান করুন
আপনার সাফল্যের ভিত গড়ুন নিজেই