Note

This page is not available in the selected language.

বিশ্বজুড়ে আমাদের গ্রাহক, কর্মী এবং ডিস্ট্রিবিউশন পার্টনারদের সদাপরিবর্তনশীল বিশ্বের জন্য প্রস্তুত করতে পাশে আছি আমরা

বিশ্বজুড়ে আমাদের উপস্থিতি

বিশ্বজুড়ে  মেটলাইফ

সম্পর্ক ও সহায়তার ভিত্তিতে মেটলাইফ মানুষের আর্থিক, পারিবারিক, বৈষয়িক ও ভবিষ্যত উন্নয়নে প্রজন্মের পর প্রজন্মকে সহযোগিতা করে চলছে প্রতিনিয়ত। চলমান এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সদাপ্রত্যয়ী মানুষ ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে এবং একটি কমিউনিটি গড়ে তুলতে সহায়তা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে। উদ্ভাবনী উন্নয়ন, নতুন স্টার্টআপ গড়ে তোলা ও ব্যবসাকে ডিজিটাল করে তুলতে আমরা বিনিয়োগে গুরুত্ব দেই। এতে করে পরিবর্তনশীল পরিবেশেও কর্মসংস্থান সৃষ্টি হয়। এভাবেই একটি সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে সবার সঙ্গে একসাথে কাজ করতে বিশ্বাসী মেটলাইফ।

এশিয়াতে মেটলাইফ

মেটলাইফের প্রধান কার্যালয় নিউইয়র্কে অবস্থিত। এশিয়ার যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় হংকংয়ের আঞ্চলিক অফিস থেকে। ১৯৫২ সাল থেকে বাংলাদেশে মেটলাইফের কার্যক্রম শুরু হয়। শক্তিশালী অর্থনৈতিক ভিত আর দক্ষ কর্মীদের নিয়ে বিশ্বনন্দিত এই কোম্পানি এদেশে কার্যক্রম শুরুর পরই লাভ করেছে ঈর্ষণীয় সাফল্য। মালয়েশিয়া,  ভিয়েতনাম  ও মিয়ানমারসহ মেটলাইফ দক্ষিণ এশিয়ার ১১টি দেশের সীমানা অতিক্রম করে ব্যবসার সুবিস্তর  প্রসার করেছে। এশিয়ায় মেটলাইফ অত্যন্ত সফল ও সুনামের সাথে এগিয়ে যাচ্ছে; ধরে রেখেছে গুরুত্বপূর্ণ অবস্থান।  বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মেটলাইফ সেরা লাইফ ইন্সিওরেন্স কোম্পানি হিসেবে সমাদৃত।

মেটলাইফ

যোগদান করুন

আপনার সাফল্যের ভিত গড়ুন নিজেই