Skip Navigation
Close

Note

This page is not available in the selected language.

হজ এবং ওমরাহ্‌ প্ল্যান

আপনার বিশুদ্ধতম উদ্দেশ্য এবং পবিত্রতম সফরের জন্য একটি বীমা পলিসি

হজ এবং ওমরাহ্‌ প্ল্যান এক ধরনের সুরক্ষা ও সঞ্চয় পলিসি,যা শরীয়াহ সম্মত উপায়ে বীমা ও হজ /ওমরাহ্‌ সুবিধা প্রদান করে ।


‏ وَاَذِّنۡ فِى النَّاسِ بِالۡحَجِّ يَاۡتُوۡكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّاۡتِيۡنَ مِنۡ كُلِّ فَجٍّ عَمِيۡقٍ ۙ‏

অর্থঃ “আর মানুষের নিকট হজের ঘোষণা দাও; তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃশকায় উটে চড়ে, দূর-দূরান্তের পথ অতিক্রম করে।” (সূরা আল হজ ২২:২৭)

হজ, প্রতি বছর জিলহজ মাসের নির্ধারিত তারিখে মক্কায় অনুষ্ঠিত মুসলিমদের একটি পবিত্র সফর এবং শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান সকল প্রাপ্তবয়স্ক মুসলিমের জীবনে একবার হলেও এই ধর্মীয় দায়িত্ব পালন করা বাধ্যতামূলক। অপরপক্ষে, মুসলিমগণ বছরের যেকোনো সময় মক্কায় ওমরাহ পালন করতে পারেন। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১৪০,০০০ এবং ১০০,০০০ মুসলিম যথাক্রমে হজ এবং ওমরাহ্‌ পালন করে থাকেন। এই পবিত্রতম সফরের জন্য আর্থিক এবং শারীরিকভাবে প্রস্তুত হওয়া একান্ত জরুরি। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে হজ/ওমরাহ্‌ করতে আগ্রহী ব্যক্তিগণ একসাথে প্রয়োজনীয় অর্থ যোগাড় করতে প্রায়ই সমর্থ্য হন না। এজন্যই এই পলিসির মাধ্যমে মেটলাইফ আপনাকে জীবনবিমা নিরাপত্তা ছাড়াও হজ/ওমরাহ্‌ পালন করার জন্য আপনার আর্থিক প্রয়োজন মেটাতে সহায়তা করতে পারে।

শরিয়াহ ভিত্তিক পলিসি

এটি সেসব ব্যক্তিদের জন্য একটি সমাধান, যারা ইসলামী আইন ও শরিয়াহর নির্দেশাবলী ও বিধিবিধান অনুসরণ করে সুরক্ষা ও সঞ্চয় পরিকল্পের সন্ধান করছেন।

হজ/ওমরাহ্ প্ল্যানের‌ সুবিধা

অ্যাকাউন্ট মূল্য পুঞ্জিভূত হওয়ার সময়কাল শেষ হওয়ার পরে এককালীন ১০০% অ্যাকাউন্ট মূল্য প্রদান করা হবে, যা আপনাকে পবিত্র হজ/ওমরাহ্‌ পালনে সহায়তা করবে। হজ/ওমরাহ্‌ সুবিধার পরিমাণ কত হবে তার নিশ্চয়তা প্রদান করা হয় না এবং তা বিনিয়োগের ফলাফলের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে। যে সব পলিসিতে বার্ষিক অবদান প্রদানের বদলে অন্য কোন বারংবার উপায়ে প্রদান করা হয় সেসব ক্ষেত্রে হজ/ওমরাহ্‌ সুবিধার পরিমাণ কম হবে।

জীবনবিমা নিরাপত্তা

অ্যাকাউন্ট মূল্য পুঞ্জিভূত হওয়ার সময়কালের মধ্যে জীবনবিমা নিরাপত্তা: অংশগ্রহণকারী ব্যক্তির যেকোনো কারণে অনাকাঙ্খিত মৃত্যুতে, সুবিধাগ্রাহীকে অভিহিত মূল্যের ১০০% অথবা অ্যাকাউন্ট মূল্যের ১০০%, এই দুইয়ের মধ্যে যেটি বেশি, সেটি প্রদান করা হবে এবং পলিসির অবসান হবে। এক্ষেত্রে পলিসি হতে প্রাপ্য সুবিধার মাধ্যমে সুবিধাগ্রাহী বা অন্য কোনো আত্মীয় মৃত অংশগ্রহণকারী ব্যক্তির পরিবর্তে বদলি হজ /ওমরাহ পালন করতে পারবেন

বর্ধিত নিরাপত্তার সময়কালের মধ্যে জীবনবিমা নিরাপত্তা : হজ/ওমরাহ্‌ সুবিধার তারিখ থেকে বীমাকারীদের ২ বছরের জন্য বর্ধিত নিরাপত্তা থাকবে।

হজ/ওমরাহ্‌ পালন করার সময় অংশগ্রহণকারী ব্যক্তির অনাকাঙ্খিত মৃত্যুর ক্ষেত্রেঃ

  • যদি স্বাভাবিক কারণে মৃত্যু হয় তবে সুবিধাগ্রাহী/গণকে অভিহিত মূলের ১০০% প্রদান করা হবে
  • যদি দুর্ঘটনাজনিত কারনে মৃত্যু হয় তবে সুবিধাগ্রাহী/গণকে অভিহিত মূলের ২০০% প্রদান করা হবে


দয়া করে লক্ষ্য করুন, বর্ধিত নিরাপত্তার সময়কালের মধ্যে, হজ/ওমরাহ্‌ পালন করার সময় একজন অংশগ্রহণকারী ব্যক্তি কেবল একবারের জন্য এই অতিরিক্ত সুবিধাটি গ্রহণ করতে পারবেন এবং শুধুমাত্র প্রথমবার হজ/ওমরাহ পালন করার ক্ষেত্রে প্রযোজ্য হবে ।

নগদ প্রত্যর্পণ মূল্য

প্রথম বছর অতিক্রান্ত হওয়ার পরে এবং  হজ/ওমরাহ্‌ সুবিধার পূর্বে কোন সময়ে অংশগ্রহণকারী কর্তৃক এই পলিসটি প্রত্যর্পণ করা হলে অংশগ্রহণকারী নগদ প্রত্যর্পণ মূল্য পাবেন। যদি পলিসিটি প্রত্যর্পিত হয় তবে ৭ বছর মেয়াদি পলিসির ক্ষেত্রে প্রথম ৩ পলিসি বছরের এবং ১২ বছর মেয়াদি পলিসির ক্ষেত্রে প্রথম ৫ পলিসি বছরের প্রত্যর্পণ ব্যয় প্রযোজ্য হবে। প্রদেয় অবদানের চেয়ে নগদ প্রত্যর্পণ মূল্য কম হতে পারে।

কর সুবিধাসমূহ

অবদান প্রদানের প্রেক্ষিতে কর সুবিধাসমূহ বাংলাদেশ কর আইন/সরকারি বিধিমালার উপর নির্ভরশীল। দয়া করে নিশ্চিতকরন ও পরামর্শের জন্য আপনার কর উপদেষ্টার সাথে আলোচনা করুন।

Disclaimers:

1. This Policy is underwritten by American Life Insurance Company (MetLife) and is always subject to terms and conditions of the Policy issued by MetLife.

2. If any discrepancies are found between the Bangla and the English versions of this content, the English version will be considered correct.

3. The product is not available in the United States or offered to U.S. persons. A U.S. person is a citizen or resident of United States (including a U.S permanent Resident residing outside the U.S.), U.S. partnerships, and any trust that is controlled by one or more U.S. persons and is subject to the vision of a U.S. Court.