হজ এবং ওমরাহ্ প্ল্যান এক ধরনের সুরক্ষা ও সঞ্চয় পলিসি,যা শরীয়াহ সম্মত উপায়ে বীমা ও হজ /ওমরাহ্ সুবিধা প্রদান করে ।
وَاَذِّنۡ فِى النَّاسِ بِالۡحَجِّ يَاۡتُوۡكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّاۡتِيۡنَ مِنۡ كُلِّ فَجٍّ عَمِيۡقٍ ۙ
অর্থঃ “আর মানুষের নিকট হজের ঘোষণা দাও; তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃশকায় উটে চড়ে, দূর-দূরান্তের পথ অতিক্রম করে।” (সূরা আল হজ ২২:২৭)
হজ, প্রতি বছর জিলহজ মাসের নির্ধারিত তারিখে মক্কায় অনুষ্ঠিত মুসলিমদের একটি পবিত্র সফর এবং শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান সকল প্রাপ্তবয়স্ক মুসলিমের জীবনে একবার হলেও এই ধর্মীয় দায়িত্ব পালন করা বাধ্যতামূলক। অপরপক্ষে, মুসলিমগণ বছরের যেকোনো সময় মক্কায় ওমরাহ পালন করতে পারেন। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১৪০,০০০ এবং ১০০,০০০ মুসলিম যথাক্রমে হজ এবং ওমরাহ্ পালন করে থাকেন। এই পবিত্রতম সফরের জন্য আর্থিক এবং শারীরিকভাবে প্রস্তুত হওয়া একান্ত জরুরি। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে হজ/ওমরাহ্ করতে আগ্রহী ব্যক্তিগণ একসাথে প্রয়োজনীয় অর্থ যোগাড় করতে প্রায়ই সমর্থ্য হন না। এজন্যই এই পলিসির মাধ্যমে মেটলাইফ আপনাকে জীবনবিমা নিরাপত্তা ছাড়াও হজ/ওমরাহ্ পালন করার জন্য আপনার আর্থিক প্রয়োজন মেটাতে সহায়তা করতে পারে।